
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৪
উত্তরায় ধর্মঘট ডেকেছে ষ্টেশনারী ব্যবসায়ীরা
Home Page » শিক্ষাঙ্গন » উত্তরায় ধর্মঘট ডেকেছে ষ্টেশনারী ব্যবসায়ীরাবঙ্গ-নিউজ: উত্তরার ১১ নং সেক্টরের চৌরাস্তায় গত শনবিার ২২শে ফেব্রুয়ারী আনুমানিক রাত ৯ টার দিকে শান্ত-মরয়িম বিশ্ববিদ্যালযের ৪র্থ সেমিষ্টারের কিছু বখাটে ছাত্র নোমান, রফিক ও ৭ম সেমিষ্টারের মামুন সহ আরো কয়েকজন মা ষ্টশেনারীর দোকানদারদের মারতে শুরু করে।
অতঃপর ঘটনা দেখে ৮ম ও ৫ম সেমিষ্টারের ছাত্ররা উত্তপ্ত হয়ে বখাটেদের ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের ২ জন নোমান (৪র্থ) ও রফিকুল ইসলাম রাতুল (৫ম)আহত হয়।জানা যায়, তারা এর আগেও ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছিল। তাই রফিকুল ইসলাম রাতুল ও ষ্টেশনারী ব্যবসায়ীদের ডাকে ২৪শে ফেব্রুয়ারী সোমবার ধর্মঘট ও কর্মবিরতীর ঘোষনা দেয় উত্তরার ১১ নং সেক্টর চৌরাস্তার ষ্টেশনারী ব্যবসায়ীরা ।
এতে শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালযের সকল ছাত্র/ছাত্রীরা মৌন সমর্থন জানায় ও সুষ্ঠু বিচারের দাবি করে।
বাংলাদেশ সময়: ২:১৯:৫৯ ৪৭০ বার পঠিত