রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৪

ফেইসবুকে সাকিবের ক্ষমা প্রার্থনা।

Home Page » ক্রিকেট » ফেইসবুকে সাকিবের ক্ষমা প্রার্থনা।
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৪



shakib.jpgশ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলার সময় অশোভন অঙ্গভঙ্গি করার জন্য এবার ফেইসবুকেও ক্ষমা চেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
অশোভন আচরণের জন্য শুক্রবার সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং তিন লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দিন সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির শৃঙ্খলা বিষয়ক কমিটির শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন তিনি।
পরে গভীর রাতে সাকিবের ফেইসবুক ফ্যান পেইজেও ভক্ত, সতীর্থ, বিসিবি ও প্রত্যেক বাংলাদেশির কাছে ক্ষমা চান সাকিব।
“গতকালের (বৃহস্পতিবার) ম্যাচ চলার সময় আমার আচরণের জন্য আমি ভীষণ দুঃখিত। অপ্রত্যাশিতভাবে আউট হয়ে যাওয়ায় আমি খুবই হতাশ ছিলাম, আবেগ সামলাতে পারিনি।”
সাকিব স্বীকার করেন, অনেকেই তাকে ‘আদর্শ’ হিসেবে দেখায় তার তখন ওই রকম প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। ভবিষ্যতে এমনটা যাতে না হয়, তার সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না সাকিব।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ৬১ রানে হেরে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা মারতে গিয়ে লং-অফে ধরা পড়েন সাকিব। এই আউট নিয়ে টিভি ধারাভাষ্যকাররা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন। ক্যামেরা দেখেই আঙুল তুলে বাজে ইঙ্গিত করেন তিনি।
ফেইসবুক ও ইউটিউবে সাকিবের অশোভন ইঙ্গিতের ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার ঝড়ও ওঠে।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এই আচরণের জন্য সাকিবকে তিরস্কার করা হয়েছে। তিনি স্বীকার করেছেন, তার আচরণ খেলোয়াড়সুলভ ছিল না। তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। আমরা তাকে বলেছি, এমন আচরণ একদমই গ্রহণযোগ্য নয়।”

বাংলাদেশ সময়: ১৩:০০:৪৭   ৪০৭ বার পঠিত