শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৪

মাশরাফিকে নিয়ে সতর্ক বাংলাদেশ

Home Page » ক্রিকেট » মাশরাফিকে নিয়ে সতর্ক বাংলাদেশ
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৪



mashrafe_mortaza_training_23_january_2009_dhaka_sbns.jpgবঙ্গ-নিউজঃ ক্যারিয়ারের শুরু থেকেই মাশরাফি বিন মুর্তজার সঙ্গী চোট। দেশের অন্যতম সেরা পেসারকে তাই একটানা না খেলিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনা বাংলাদেশ দলের। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং বলেন, “মাশরাফির পায়ের ব্যথাটা বারবার ফিরে আসছে। সামনে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। তাই ওর চোট প্রবণতার কথা আমাদের মাথায় রাখতে হবে।”

২০০৯ সালের জুলাইয়ের পর কোনো টেস্ট খেলেননি মাশরাফি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি নিয়মিত খেলছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন।

বিশ্রাম দিয়ে মাশরাফিকে খেলানোর চিন্তা-ভাবনা বাংলাদেশের। সতর্কতার জন্য প্রথম ওয়ানডেতে খেলানো হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে খেললেও শনিবার শেষ ম্যাচে আবার বিশ্রাম দেয়া হতে পারে তাকে।

ঘাড়ের ব্যথা নিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেললেও প্রথম দুটো ওয়ানডেতে খেলেননি তামিম ইকবাল। এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান এখন প্রায় সুস্থ। বিভব সিং জানিয়েছেন, সম্পূর্ণ সেরে উঠলে শেষ ম্যাচে মাঠে নামবেন তামিম।

চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট চলার সময় উরুর পেশিতে টান পড়ায় মাঠের বাইরে থাকতে হচ্ছে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে। সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্টুয়ার্ট কার্পিনেনের অধীনে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০:১৬:১৬   ৫০৭ বার পঠিত