শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০১৪

সাকিব তিন ম্যাচ নিষিদ্ধ

Home Page » ক্রিকেট » সাকিব তিন ম্যাচ নিষিদ্ধ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০১৪



sakib-al-hasan.jpgবঙ্গ-নিউজঃদ্বিতীয় ওয়ানডে চলার সময় অশোভন আচরণ করায় সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শ-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে শুনানিতে ডাকে বিসিবির শৃঙ্খলা বিষয়ক কমিটি। শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দোষী প্রমাণিত হওয়ায় তিনটি ওয়ানডেতে নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।

ফাইল ছবি ফাইল ছবি তাই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ৬১ রানে হেরে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা মারতে গিয়ে লং-অফে ধরা পড়েন সাকিব। এই আউট নিয়ে টিভি ধারাভাষ্যকাররা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন। ক্যামেরা দেখেই আঙুল তুলে বাজে ইঙ্গিত করেন তিনি।

সঙ্গে-সঙ্গে ক্যামেরা সরে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশোভন ইঙ্গিতের ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার ঝড়ও ওঠে।

বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এই আচরণের জন্য সাকিবকে তিরস্কার করা হয়েছে। তিনি স্বীকার করেছেন, তার আচরণ খেলোয়াড়সুলভ ছিল না। তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। আমরা তাকে বলেছি, এমন আচরণ একদমই গ্রহণযোগ্য নয়।”

বাংলাদেশ সময়: ২১:৩৯:৫৫   ৫৪৭ বার পঠিত