শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০১৪
দালাই লামা হতে যাচ্ছেন ওবামার অতিথি
Home Page » প্রথমপাতা » দালাই লামা হতে যাচ্ছেন ওবামার অতিথিবঙ্গ- নিউজ ডেস্কঃনির্বাসিত তিব্বতি নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠকটি বাতিল করার জন্য ওবামার প্রতি আহ্বান জানিয়েছে চীন।দালাই লামা শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে যাবেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এদিন সকালে হোয়াইট হাউসের ম্যাপ রুমে দালাই লামার সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে মিলিত হবেন ওবামা।
বৈঠকটি বাতিলের আহ্বান জানিয়ে চীন বলেছে, “এতে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।”
তবে সাধারণত বিদেশি নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল কার্যালয়েই মিলিত হন ওবামা। কিন্তু দালাই লামার সঙ্গে ম্যাপ রুমে বৈঠক করার মধ্য দিয়ে বৈঠকটি যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ওবামা তাই তুলে ধরতে চান বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কাইটলিন হেইডেন বলেছেন, “আন্তর্জাতিকভাবে শ্রদ্ধেয় ধর্মীয় ও সাংস্কৃতিক নেতা হিসেবে দালাই লামার সঙ্গে বৈঠক করবেন ওবামা।”
তিনি বলেন, “তিব্বতের স্বাধীনতাকে সমর্থন করছি না আমরা। কিন্তু যুক্তরাষ্ট্র জোরালোভাবে চীনে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি সমর্থন করে।”
“আমরা চীনের তিব্বত অঞ্চলে ধারাবাহিক উত্তেজনাপূর্ণ পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন,” বলেন তিনি।
দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে চীন। কিন্তু তার দাবি, তিনি শুধু তিব্বতের বৃহত্তর স্বায়ত্ত্বশাসনের জন্য দেনদরবার করছেন, স্বাধীনতার জন্য নয়।
এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেছেন, “চীন দৃঢ়ভাবে এ বৈঠকের বিরোধিতা করে।”
“দালাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতার বৈঠক চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ। এটি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিধির গুরুতর লঙ্ঘণ এবং এতে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে গুরুতরভাবে দুর্বল করে তুলবে।”
চীনের একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হিসেবে শাসিত হয় তিব্বত। কিন্তু অঞ্চলটির বাসিন্দাদের রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা দমন করার জন্য চীনকে ব্যাপকভাবে দায়ী করা হয়।
এসব অভিযোগ প্রত্যাখ্যান করে চীন দাবি করছে, অর্থনৈতিক উন্নতি তিব্বতিদের জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে।
এর আগে ২০১১’তে দালাই লামার সঙ্গে বৈঠক করেছিলেন ওবামা, তখনও প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল চীন।
বাংলাদেশ সময়: ১৬:২৩:১২ ৩৪৬ বার পঠিত