বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৪
উপজেলা নির্বাচন প্রথম পর্বঃ ভোট পড়েছে ৬২ শতাংশ
Home Page » জাতীয় » উপজেলা নির্বাচন প্রথম পর্বঃ ভোট পড়েছে ৬২ শতাংশরাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃদেড় মাস আগে হয়ে যাওয়া সংসদ নির্বাচনের চেয়ে ২০ শতাংশ বেশি ভোট পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্বে। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বুধবার অনুষ্ঠিত ৯৭টি উপজেলায় গড়ে ৬২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছিল। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট অংশ না নিলেও উপজেলা নির্বাচনে তারা অংশ নিচ্ছে।
৯৭ উপজেলার অধিকাংশে চেয়ারম্যান পদে জয়ীও হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা।
চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম পর্বে ভোটের হার সংসদ নির্বাচনের চেয়ে বাড়লেও তৃতীয় উপজেলা নির্বাচনের চেয়ে তা ৬ শতাংশ কম।
এবার চেয়ারম্যান পদে ১ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের মধ্যে ১ কোটি ৪৪ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন।
৯৭ উপজেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। এই উপজেলায় ৮১ দশমিক ৬২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
শরীয়তপুরের জাজিরায় ভোট পড়েছে সবচেয়ে কম। ৩৭ দশমিক ২০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন সেখানে।
পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ প্রথম ধাপে ৬০-৬৫ শতাংশ ভোট পড়েছে বলে অনুমানের কথা জানিয়েছিলেন।
সিইসি বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, “ভোটার টার্ন আউট আমরা ফাইনাল ফিগার দিতে পারছি না। আপাতত ৬০-৬৫ শতাংশের ওপরে। এটা আন্দাজ করে বল্লাম।”
পরে সব উপজেলার পূর্ণাঙ্গ ভোটের চিত্র পেয়ে তা বিশ্লেষণ করে ৬২ শতাংশ ভোটের হিসাব পাওয়া যায়।
নির্বাচন কমিশনার আবু হাফিজ আশা করছেন, গোলযোগহীনভাবে প্রথম পর্বের ভোট হওয়ায় পরবর্তী পর্বগুলোতে ভোটের হার আরো বাড়বে।
গোলযোগের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ভোটের দিন সহিংসতায় ২০ জনের মতো নিহত হন। এছাড়া পুড়িয়ে দেয়া হয় শতাধিক ভোটকেন্দ্র।
উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি ও জামায়াত করলেও সিইসি বলেন, “আমরা চাই সব নির্বাচনই নিখুঁত হোক। কোনোভাবে পক্ষপাতিত্ব যাতে না হয়, বেআইনি কাজ না হয়- সে নির্দেশ দিয়েছি।”
ইসি অনিয়মের বিরুদ্ধে কঠোর ছিল দাবি করে তিনি বলেন, “বেশ কয়েক জায়গায় আমরা অনিয়মকারীদের শাস্তি দিয়েছি এবং জেল-জরিমানা করেছি। ছোট ছোট অপরাধের কারণে ছোট ছোট দণ্ড দিলে বাকিরা সাবধান হয়ে যাবে।”
প্রথম ধাপের মতো পরবর্তী ধাপের নির্বাচনও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন কাজী রকিব।
উপজেলা নির্বাচনের প্রথম পর্বে একমাত্র সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে স্থগিত দুটি কেন্দ্রে পুনরায় ভোট হবে।
বাংলাদেশ সময়: ২২:২৬:০৮ ৪১৬ বার পঠিত