বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৪
ফেসবুক কিনে নিল অ্যাপ হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং
Home Page » বিনোদন » ফেসবুক কিনে নিল অ্যাপ হোয়াটসঅ্যাপ ম্যাসেজিংবঙ্গ-নিউজ ডটকমঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘অ্যাপ হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং’ সেবাটি ১৯ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক যুগারবার্গ হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং সেবাটি ক্রয়ের ঘোষণা দিয়ে এটিকে অসাধারণ আখ্যা করে সেবাটির গুণাগুন প্রকাশ করলেন।
লেনদেন সংক্রান্ত বিবরণে বলা হয়, নগদ চার বিলিয়ন ডলার ফেসবুক কর্তৃপক্ষের কাছে জমা করা হয়েছে। ফেসবুকে হোয়াটসঅ্যাপের অংশীদারিত্বের মূল্য হিসাবে ধরা হয়েছে প্রায় ১২ বিলিয়ন। অতিরিক্ত তিন বিলিয়ন ডলার হোয়াটসঅযাপের প্রতিষ্ঠাতাগণ ও কর্মচারীদের কাছে জমা রয়েছে।
হোয়াটসঅ্যাপ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিনে পয়সায় বার্তা পাঠানোর সুযোগ করে দেয়। কোম্পানির কর্ণধাররা বলছেন দৈনিক এক মিলিয়ন নতুন গ্রাহক এই সুবিধা লাভের জন্য নিবন্ধন করছেন।
বাংলাদেশ সময়: ১৭:২৮:০১ ৩৮৪ বার পঠিত