বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৪

বেনজির ২১ ফেব্রুয়ারি রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে

Home Page » জাতীয় » বেনজির ২১ ফেব্রুয়ারি রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৪



pp.jpgবঙ্গ-নিউজ ডটকমঃঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ বলেছেন, আল-কায়েদার হুমকির বিষয়টি মাথায় রেখে ২১ ফেব্রুয়ারি রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বেনজির আহমেদ বলেন, আল-কায়েদার অডিও বার্তাটি আরো ২ মাস আগে প্রচার করা হয়েছে। ওই ঘটনা নিয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন তদন্ত করছেন। ২১ ফেব্রুয়ারি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারো নগরবাসী সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে নীলক্ষেত, কাঁটাবন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ২৮টি পয়েন্টে ব্যারিকেড দেয়া হবে। একইসঙ্গে ৫৭টি সিসি ক্যামেরার মাধ্যমে শহীদ মিনারের আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।

বেনজির বলেন, এসব এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা, নারী গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম এবং রিজার্ভ ফোর্স শহীদ মিনারের আশপাশের এলাকায় নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০২   ৩২২ বার পঠিত