সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৪

দুর্গাপুর পৌর শহরের রাস্তাঘাট এর বেহাল দশা

Home Page » সারাদেশ » দুর্গাপুর পৌর শহরের রাস্তাঘাট এর বেহাল দশা
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৪



roaddurgapur.jpgস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌর শহরের তেরীবাজার ঘাট থেকে কালীবাড়ী মোর হয়ে প্রেসক্লাব মোড় পর্যন্ত প্রায় ১ কিঃমিঃ রাস্তার অবস্থা খুবই নাজুক। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও কার্যত পানি নিস্কাশন বন্ধ। বিভিন্ন জায়গায় ড্রেন ভেংগে মাটি ভরাট হয়ে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হতে না হতেই স্কুল কলেজ পড়-য়া ছেলেমেয়ে এবং সাধারণ নাগরিকের চলাচল বন্ধ হয়ে গেছে বললেই চলে। তার উপড়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে ৩ শতাধিক ট্রাক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সোমেশ্বরী নদী থেকে বালু ,পাথর, কয়লা ও সাদামাটি নিয়ে যায়। প্রায়শই রাস্তা বন্ধ থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষর এ ব্যাপারে কোন দায় দায়িত্ব নেই। নির্বিকার প্রশাসন। পৌর বসবাসকারী নাগরিকদের আহবান তেরীবাজার ঘাট থেকে নদীর তীরবর্তী এলাকা দিয়ে বিরিশিরি মেইন রোড পর্যন্ত একটি বাইপাস রাস্তা করলে মাল বহনকারী ট্রাক, লড়ি কোন রকম যানজট ছাড়াই চলতে পারত। অপরদিকে পৌর শহরের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাও ভাল থাকত মানুষ সুন্দর ভাবে বসবাস করতে পারত। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর উদ্যোগ নিতে পারে কি ?

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩২   ৩৮৭ বার পঠিত