সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৪

কুমিল্লায় এয়ারটেল থ্রিজি

Home Page » সারাদেশ » কুমিল্লায় এয়ারটেল থ্রিজি
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৪



images3.jpgবঙ্গ নিউজ ডটকমঃ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ ও খুলনার পর এবার কুমিল্লা শহরকে থ্রিজি নেটওয়ার্কের আওতায় এনেছে এয়ারটেল। ১৬ ফেব্রুয়ারি কুমিল্লা শহর থ্রিজির আওতায় এসেছে বলে এয়ারটেলে পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এয়ারটেল জানিয়েছে, কুমিল্লা শহরের কাপ্তানবাজার, শাসনগাছা, পুলিশ লাইন, কুমিল্লা জেলা স্কুল, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়, কুমিল্লা সরকারী বিদ্যালয়, ঠাকুরপাড়া, কুচাইতলী, টমসম ব্রিজ বাস স্টপ, দুলিপাড়া এবং চাপাপুর বাস স্টপ এলাকায় থ্রিজি নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে।
এয়ারটেল আরও জানিয়েছে, এ বছরের মাঝামাঝিতে দেশের সকল বিভাগীয় শহরগুলোকে থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনবে তারা।

কুমিল্লায় এয়ারটেলের থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রসঙ্গে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট জানিয়েছেন, বাংলাদেশ জুড়ে বিশ্ব মানের থ্রিজি সেবা পৌঁছে দিতে এয়ারটেল প্রতিজ্ঞাবদ্ধ এবং থ্রিজি নেটওয়ার্কের আওতায় এবার কুমিল্লাকে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। বিভাগীয় সদর না হলেও অবস্থানগত দিক ও অর্থনৈতিকভাবে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩০   ৩৫৮ বার পঠিত