শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৪
দুর্গাপুরে পুরোদমে চলছে প্রচারনা আ’লীগ প্রার্থী সবিধাজনক অবস্থায়
Home Page » সারাদেশ » দুর্গাপুরে পুরোদমে চলছে প্রচারনা আ’লীগ প্রার্থী সবিধাজনক অবস্থায়স্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
নির্বাচন কমিশন ঘোষিত প্রথম দফার দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পুরোদমে শেষ মূহর্তের প্রচারনা চলছে। আওয়ামীলীগ ও কমিউনিষ্ট পার্টির সমর্থিত একক প্রার্থী ভোট যুদ্ধের প্রচরণা পুরোদমে চালিয়ে গেলেও বিএনপি‘র প্রার্থীরা প্রচরণায় পিছেয়ে নেই। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ফেব্র”য়ারী চেযারম্যান পদে দুর্গাপুর থানা বিএপি‘র সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন (টেলিফোন) থানা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম ভূঁইয়া ( দোয়াত কলম) থানা বিএনপি সাবেক সভাপতি এম,এ জিন্নাহ ( কাপ পিরিচ) উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক খান (আনারস) সিপিবি‘র জেলা কমিটির নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক (মোটর সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামীলীগের বর্তমান ভাইস চেয়ারম্যান নাজমূল সায়েদাৎ বাবুল (ঘোড়া) মনোনয়ন পত্র প্রত্যাহার না করলেও বিগত ৬ ফেব্র”য়ারী আওয়ামীলীগের কর্মী সমাবেশে নির্বাচন না করার ঘোষনা দিয়েছেন। ফলে এখন চেয়ারম্যান পদে ৫ প্রতিদ্বন্দ্বী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে বিএন‘পির মোঃ আনোয়ার হোসেন আসাদ (টিয়া পাখি), আওয়ামীলীগের মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ (জাহাজ), মোঃ আক্রাম হোসেন রিটন (বই) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিপিবি‘র তাসলিমা বেগম (কলস), আওয়ামীলীগের পারভীন আক্তার(হাঁস) ও বিএনপি‘র দেলোয়ার বেগম দিলু(ফুটবল)। তবে সিপিবি‘র কোন ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী নেই। এ দিকে বিএনপি দলীয় প্রার্থী জহিরুল আলম ভূঁইয়া হওয়ায় বিএনপি‘র উপজেলা সভাপতি আলহাজ্ব ইমাম হাসানকে দল থেকে বহিস্কার করা হলেও বিএপি‘র অপর প্রার্থী এমএজিন্নাহ্কে দল থেকে বহিস্কার করা হয় নাই। যার ফলে আওয়ামীলীগের প্রার্থী এমদাদুল হক খান কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। সব প্রার্থী দলীয় এবং সমর্থক দের নিয়ে দিনে রাতে ভোটারদের বাড়ী বাড়ী যাচ্ছে। তবে এখানে বিপুল সংখ্যক আদিবাসী ভোটার রয়েছে। যাদের ভোট যে দিকে যাবে জয়ের পাল্লাটাও তার দিকে যাবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২:১০:৪১ ৫১৭ বার পঠিত