শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৪
কেজরিওয়াল পদত্যাগ করলেন
Home Page » বিশ্ব » কেজরিওয়াল পদত্যাগ করলেনবঙ্গ নিউজ ডটকমঃসব জল্পনার ইতি টেনে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার রাতে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মন্ত্রিসভার বৈঠকের পর ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। টুইটারে টুইট করে তার সিদ্ধান্ত জানিয়ে দেন আপের এই নেতা। ফ্যাক্স মারফত ইস্তফা পাঠালেন উপরাজ্যপালকে। দলীয় কার্যালয়ে পৌঁছালেন তিনি। সেখানে কথা বলছেন দলীয় সমর্থকদের সঙ্গে।
বাংলাদেশ সময়: ২১:৪১:০২ ৪৪১ বার পঠিত