বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৪

৬ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন যশোরের ফুল চাষিরা

Home Page » প্রথমপাতা » ৬ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন যশোরের ফুল চাষিরা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৪



20140253114853wvalentine-flower.jpg(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৬ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন যশোরের ফুল চাষিরা। আর এ জন্য ফুল তোলা ও ক্ষেতের বাড়তি পরিচর্যার কাজ করে যাচ্ছেন তারা। এদিকে, গতবারের তুলনায় দ্বিগুণ বিক্রির প্রত্যাশায় ফুলের মালা গাঁথার কাজে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের গৃহিনীরা। অন্যদিকে, ভারত থেকে চোরাই পথে ফুল আসা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। ১৯৮৩ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে মাত্র ৩০ শতক জমিতে ফুল চাষ শুরু করেছিলেন স্থানীয় এক ফুলচাষী। এ অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুল চাষের এটি প্রথম উদ্যোগ হলেও, বর্তমানে যশোরের ৫ উপজেলার ১৫’শ হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা ধরনের ফুল। প্রতিবারের মত এ বছরও ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাড়তি ফুল চাষে ব্যস্ত স্থানীয় কয়েক হাজার চাষী। অন্যদিকে, ইউরোপের অপূর্ব ফুল জারবেরার এক-তৃতীয়াংশই চাষ হয় ঝিনাইদহে। আর ফেব্রুয়ারিতে বাড়তি চাহিদা থাকায় গৃহিনীদের তৈরি ফুলের মালা কিনতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ব্যবসায়ীরা। ফুল চাষে কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং সরকারিভাবে বাজার সৃষ্টি করতে পারলে আগামীতে এ খাতে রপ্তানি আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৩৪   ৪৪১ বার পঠিত