বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০১৪
মর্টার শেল বিস্ফোরণে ২ সেনা ও ৩ বিজিবি সদস্য নিহত ঘাটাইলে
Home Page » আজকের সকল পত্রিকা » মর্টার শেল বিস্ফোরণে ২ সেনা ও ৩ বিজিবি সদস্য নিহত ঘাটাইলেবঙ্গ নিউজ ডটকমঃটাঙ্গাইলের ঘাটাইলে শীতকালীন প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণে ২ সেনা ও ৩ বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ সেনা সদস্য।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইল উপজেলার সন্ধ্যানপুর ইউনিয়নের মাইটার চালার সাতকোয়া চকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের সিএমএইচে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- বিজিবি সদস্য মোহাম্মদ আলী, আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন পলাশ। তবে নিহত সেনা সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘাটাইল থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাটাইল উপজেলার সন্ধ্যানপুর ইউনিয়নের মাইটার চালার সাতকোয়া চকে দিনাজপুর সেক্টর-২৪৭-এর বাৎসরিক প্রশিক্ষণের চলাকালে ৮২ মিলিমিটার কার্যক্ষমতা সম্পন্ন মর্টার শেল বিস্ফোরিত হয়। এ সময় ২ সেনা ও ৩ বিজিবি সদস্য মারা যান।
বাংলাদেশ সময়: ১৪:৩০:০৪ ৩৯৮ বার পঠিত