মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০১৪

দুর্গাপুরে খ্রীষ্ট ধর্ম্মালম্বীদের মিলন মেলা ১২৩তম বার্ষিক সম্মেলন শুরু

Home Page » সারাদেশ » দুর্গাপুরে খ্রীষ্ট ধর্ম্মালম্বীদের মিলন মেলা ১২৩তম বার্ষিক সম্মেলন শুরু
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০১৪



তমাল সাহা, স্টাফরিপোর্টার, সুসং দুর্গাপুর,
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি মাতৃমন্ডলীর ‘‘গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন বাংলাদেশ” এর ৫দিন ব্যাপি ১২৩তম বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে আজ বুধবার।
সম্মেলনে ঢাকা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, টাংগাইল, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট সহ ৯টি জেলা থেকে ১৯,৩০৩ জন পূর্ন সদস্য ও ২০হাজার সহযোগী সদস্য এই সম্মেলনে অংশ নিবেন। এছাড়া ভারতের মেঘালয় রাজ্য থেকেও অনেক খ্রীষ্ট ভক্তবৃন্দ এই সভায় যোগ দিবেন। ‘‘আর এ স্থলে ধনাধ্যক্ষের এই গুন চায় - তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়” এই মুল সুর নিয়ে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় চার্চ ফেলোশীপ এর সভাপতি, স্কয়ার গ্র”পের কর্নধার মি. তপন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:০৮   ৪১৮ বার পঠিত