মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০১৪

মালিঙ্গাকে সবচেয়ে বড় হুমকি ভাবছে মাশরাফি।

Home Page » ক্রিকেট » মালিঙ্গাকে সবচেয়ে বড় হুমকি ভাবছে মাশরাফি।
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০১৪



135_srilanka_team_practice_1.jpgবঙ্গ নিউজ ডটকমঃশ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পেসার লাসিথ মালিঙ্গাকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Print Friendly and PDF

0

 

0

 


262

 


 

 

 

 

 

 

 

 

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা বোলার মালিঙ্গাকে নিয়ে পরিকল্পনা করছেন তারা।

মাশরাফি বলেন, “আমাদের সব ব্যাটসম্যান ওকে ভালোভাবে সামলাতে আলাদা পরিকল্পনা করছে। আশা করি, আমাদের পরিকল্পনা সফল হবে। তবে ওকে নিয়ে এখন বেশি ভাবতে চাই না, তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন সত্যিকারের সমীহ করার মতো দল। টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেদের সে পর্যায়ে দেখতে চান মাশরাফি।

“একটা সময়ে ওয়ানডে ক্রিকেটেও আমরা ম্যাচ শেষ করতে পারতাম না। এখন পারি এবং এই ক্রিকেটে আমরা ভালো দল। প্রতিটি দলই নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করে। আমরাও সেটা করছি।”

টি-টোয়েন্টি ক্রিকেটে আরো উন্নতির জন্য বেশি ম্যাচ খেলার বিকল্প নেই জানিয়ে দেশসেরা এই পেসার বলেন, “এই সব সমস্যা থেকে বের হয়ে আসার একটাই উপায়- বেশি ম্যাচ খেলা, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা। আমরা সেরকমই ম্যাচ খেলছি। এই দু’টি ম্যাচ ভালোভাবে কাজে লাগাতে পারলে সমস্যা থেকে কিছুটা হলেও বের হয়ে আসা সম্ভব হবে।”

মাশরাফি জানান, অল্প হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ বেশ উন্নতি করছে। র‌্যাঙ্কিংয়ে তার প্রতিফলন না থাকলেও শিগগির খেলায় তার প্রভাব দেখার প্রত্যাশা মাশরাফির।

“আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেই জিততে চাই। ম্যাচে যে কোনো কিছু হতে পারে। তবে আমরা সবাই ‘ফোকাসড’ এবং শতভাগ দিতে প্রস্তুত।”

চোটের কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় না থাকলেও দল নিয়ে আশাবাদী মাশরাফি।

“সাব্বির রহমান, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুনরা পারফর্ম করেই দলে এসেছেন। শুধু টি-টোয়েন্টি নয় সব ধরনের ক্রিকেটেই পারফর্ম করে এরা দলে এসেছে। আমার চোখে সবাই সমান। আমি আশা করি যে সুযোগ পাবে, সেই নিজের পারফরম্যান্স তুলে ধরবে।”

বাংলাদেশ সময়: ১৭:১০:৩০   ৪৩৯ বার পঠিত