রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৪
মদিনায় আগুন, নিহত ১৫ ওমরা হাজি
Home Page » প্রথমপাতা » মদিনায় আগুন, নিহত ১৫ ওমরা হাজি(এস এম সোহান) বঙ্গ-নিউজ ডটকমঃ সৌদী আরবের মদিনায় এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই ওমরা হাজি ছিলেন বলে জানিয়েছে আরব নিউজ।
স্থানীয় সময় রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরো অন্তত ১৩০ জন আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন শহরের গভর্নর।
ইশরাক আল-মদিনায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রাত আড়াইটায়। রোববার ভোর নাগাদ হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। নিহতদের মধ্যে মিশরীয় ও তুর্কী ছাড়াও বেশকিছু দেশের হাজি ছিলেন।
মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আহত ৩০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আরো ৯১ জনকে আনসার হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে।
গভর্নরের বিবৃতিতে জানানো হয়, বেশিরভাগ হাজিরই মৃত্যু হয়েছে শ্বাসকষ্টজনিত কারণে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে ৭০০ অতিথি অবস্থান করছিলেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সবাইকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১১:৪৭:৩১ ৪৪০ বার পঠিত