রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৪

একটা জীবনে পাই অগনিত- শারমিন শান্তা

Home Page » শিক্ষাঙ্গন » একটা জীবনে পাই অগনিত- শারমিন শান্তা
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৪



1234733_4824965200478_551743652_n.jpgতুমি মুখ ফেরালেই- আমি বড় পাথর হয়ে যাই,

নির্বাক পড়ে থাকি ভীষণ একাকী!

হাত গোটালেই- হাত পেতে রাখা আমি যেন প্রনয়ের অন্ধ ভিখারী।

এই তুমি যেই- আমাকে ছুঁয়েছ প্রেমে, এক পৃথিবীতে আমি অনেক পৃথিবী দেখে ফেলি,

একটা জীবনে পাই অগনিত,অসংখ্য জীবন।

সেই তুমি ফিরে চলে গেলে- জৈবিক খোলসের মাঝে আমি বড় জড় হয়ে যাই।।

বাংলাদেশ সময়: ০:১৪:৪৮   ৪৪৭ বার পঠিত