শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৪

দুর্গাপুরে শিশু অধিকার বিষয়ক সেমিনার

Home Page » সারাদেশ » দুর্গাপুরে শিশু অধিকার বিষয়ক সেমিনার
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৪



saminar-durgapur.jpgস্টাফ রিপোর্টার: সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণের চর মির্জাবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর এডিপি এর আয়োজনে সততা ফোরামের সহযোগিতায় শনিবার দিনব্যাপি শিশু অধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি আব্দুল হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পারসন হিসাবে আলোচনা করেন সাফ(সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজড্ ফ্যামিলিজ) সংগঠনের শিশু সংবেদনশীল সামাজিক সুরক্ষা প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর ও সাংবাদিক নিতাই সাহা। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর এডিপির সিনিয়র এডিপিএম ডেভিট অনুপ সাংমা, শিক্ষা প্রোগ্রামের প্রজেক্ট অফিসার নীরেশ সাংমা,ফোরাম সদস্য নূরজাহান বেগম ,শিউলি বেগম,মোছাঃ মনোয়ারা, সাহেরা খাতুন,ফ্যাসিলিটেটর দিবাকর দেবনাথ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৭:১৭:২৬   ৪০৫ বার পঠিত