শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৪

আসুন সবাই করি যত্ন , পাখ-পাখালি দেশের রত্ন

Home Page » জাতীয় » আসুন সবাই করি যত্ন , পাখ-পাখালি দেশের রত্ন
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৪



image_107339.jpgবঙ্গ-নিউজ ডটকম:আসুন সবাই করি যত্ন”পাখ-পাখালি দেশের রত্নএ স্লোগানেস্লোগানে জা হাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘পাখিমেলা ২০১৪’।জহির রায়হান মিলনায়তন চত্বরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. এম এ মতিন পাখিমেলা উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অপরূপ চৌধুরী, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ ও আইইউসিএন-এর কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন সংরক্ষক ড. তপন কুমার দে। প্রতি বছর শীতের শুরুতে হাঁস জাতীয় যে পাখি আমাদের জলাশয়গুলোতে আসে সেগুলো আসলে পরিযায়ী পাখি নয়, এগুলো আমাদের দেশি পাখি।পাখি সংরক্ষণে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে পাখিমেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার। দিনব্যাপী এ আয়োজনে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, অডিও ভিডিও’র মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। পাখিমেলায় মোট ৫ ক্যাটাগরির প্রতিযোগিতায় ২৮ জনকে পুরস্কৃত করা হয়। এতে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পাখি চেনা প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্টল সাজানো প্রতিযোগিতায় বন বিভাগকে পুরস্কৃত করা হয়। এছাড়া শিশুদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই গ্রুপে পুরস্কার বিতর করা হয়। মেলায় বিভিন্ন জীব-বৈচিত্র্য এবং পরিবেশবাদী সংগঠনের স্টলে পাখির সম্বন্ধে জানতে ভিড় করে তরুণ-তরুণী, শিশু সবাই। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেলা আয়োজকরা।

বাংলাদেশ সময়: ০:৩৭:৩৫   ৫৩৪ বার পঠিত