শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০১৪
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারনার অভিযোগে আটক ২
Home Page » প্রথমপাতা » পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারনার অভিযোগে আটক ২(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: পরিবেশক চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারনার ফাঁদে ফেলে সাধারন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে সকালে তাদের আটক করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি ও ছিনতাই চক্রের ১২ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরিবেশক আবশ্যকের পাশাপাশি এরিয়া ম্যানেজার সহ নানা পদে কর্মী নিয়োগ করা হবে বলে ২০১১ সাল থেকে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আসছিল প্রতারক চক্রের কথিত চেয়ারম্যান হেলাল। এই কাজে সহায়তা করত ম্যানেজারের দায়িত্ব পালনকারী আজিজুল হক। সপ্তম শ্রেনী পর্যন্ত যার লেখাপড়ার দৌড়।
মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার জানান, এই চক্রটি নামীদামি কোম্পানীর নাম ও ভূয়া ঠিকানা ব্যবহার করে ব্যবসা চালিয়ে আসছিল।
মতিঝিল জোনের উপ পুলিশ কমিশনার বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নামিদামি কোম্পানীর পরিবেশক নিয়োগ করা হবে বলে বিজ্ঞাপন দিয়ে আসছিল। এরই মধ্যে তারা অনেকের সাথে প্রতারণাও করেছে। যে নামে তারা বিজ্ঞাপন দিয়ে আসছিল বাস্তবে সে ধরণের কোন প্রতিষ্ঠান নেই।’
পত্রিকায় বিজ্ঞাপন দেখে ব্যবসায়ীরা যোগাযোগ করলে, নানারকম প্রলোভনের ফাঁদে ফেলা হতো তাদের। একই দিনে রাজধানী সহ দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গাড়ি চুরি ও ছিনতাই দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চেতনা নাশক ওষুধ সহ ২টি মাইক্রোবাস ও ৪টি সিএনজি চালিত অটো রিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭:১২:১১ ৪২৪ বার পঠিত