শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০১৪
দলেরনেতৃত্ব পরিবর্তন করা হবে : খালেদা
Home Page » সংবাদ শিরোনাম » দলেরনেতৃত্ব পরিবর্তন করা হবে : খালেদাবঙ্গ নিউজ ডটকমঃবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াতিনি বলেন, বিগত দিনের আন্দোলনে যেসব অঙ্গ সংগঠন নিষ্ক্রিয় ছিল তাদের নেতৃত্বে পরিবর্তন এনে সংগঠনকে ঢেলে সাজানো হবে।
বৃহস্পতিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া একথা বলেছেন বলে বৈঠক সূত্রে জানা যায়।
বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়া বলেছেন, আগামী দিনের আন্দোলনে ঢাকার আন্দোলনকে উজ্জীবিত করতে হলে ঢাকা মহানগর কমিটিকে কিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপারে কাজ করতে হবে। এছাড়াও উপজেলা নির্বাচনে দল ও জোটের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়ন দিয়ে বিজয়ী করে আনার প্রতি গুরুত্ব দেন তিনি।
খালেদা জিয়া বলেন, নির্বাচনে যদি কোনো আসনে দল থেকে মনোনয়ন ছাড়া কেউ স্বতন্ত্র নির্বাচন করে তাহলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১:২০:০২ ৩৭৯ বার পঠিত