বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৪

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে গণজাগরণ মঞ্চ।

Home Page » জাতীয় » যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৪



picture.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বুধবারগত বছরের ফেব্রুয়ারিতে রাজপথে নামা ‘নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা’ সাম্প্রদায়িক হামলা প্রতিরোধের শপথও নিয়েছে। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ার ক্ষোভ থেকে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগে যে অবস্থান নেয়া হয়েছিল, তাতে আন্দোলিত হয় গোটা দেশ; আর বিদেশি সংবাদ মাধ্যমে যা পরিচিত হয় ‘বাংলা বসন্ত’ নামে।এক বছরের আন্দোলনে প্রথম যুদ্ধাপরাধী হিসেবে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর আন্দোলনের সূচনার দিনটি স্মরণ করছে গণজাগরণ মঞ্চ।যে স্থানটিকে প্রজন্ম চত্বর নামে ডাকেন আন্দোলনকারীরা, বিকাল ৩টা ২৫ মিনিটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শাহবাগে শুরু হয় দিনের মূল কর্মসূচি,শপথ বাক্য পাঠ করানোর সময় মঞ্চে ইমরানের পাশে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, মানবাধিকার সংগঠক খুশি কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক এমএম আকাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, ব্লগার মারুফ রসুল, আরিফ জেবতিক প্রমুখ।সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের সম্মান জানানো হয় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে।কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের স্মৃতিচারণ এবং রাতে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের পঙক্তিমালা পাঠ।

তৃতীয় দিন শুক্রবার সকাল থেকে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বিকালে হবে জাগরণ সমাবেশ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১১:১৭:০৪   ৪০১ বার পঠিত