মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৩
মঙ্গলবার স্পিকার পদ থেকে পদত্যাগ, বুধবার শপথ রাষ্ট্রপতির
Home Page » জাতীয় » মঙ্গলবার স্পিকার পদ থেকে পদত্যাগ, বুধবার শপথ রাষ্ট্রপতিরবঙ্গ-নিউজ ডটকম: নব নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ মঙ্গলবার স্পিকার পদ থেকে পদত্যাগ করবেন। বিদায় নেবেন সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাছে। দুপুরে সংসদের এলডি হলে হবে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আর বুধবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। তার আগে বুধবার বিকেলেই সংসদ ভবনের বাসভবন (স্পিকারের) ছেড়ে তিনি উঠে যাবেন বঙ্গভবনে। স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদীন জানান, শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি বঙ্গভবনেই অফিস করবেন। কারণ শপথ গ্রহণের পর তার স্পিকারের দপ্তরে অফিস করার সুযোগ নেই। তাকে স্পিকার ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে শপথ নিতে হবে। জয়নাল আবেদীন আরো জানান, স্পিকার হিসেবেই তিনি এতোদিন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। তাই স্পিকারের দপ্তরে অফিস করার সুযোগ ছিলো।
এদিকে সোমবার বেলা আড়াইটার পর সংসদ ভবনের অফিসে আসেন আবদুল হামিদ। এরপর থেকে অফিস ছাড়ার আগ পর্যন্ত সেখানে ভিড় লেগেই ছিলো। বেলা আড়াইটায় সংসদে স্পিকারের দপ্তরে যান তিনি। বিকেলে তার দপ্তরে গিয়ে দেখা যায়- ৬ জন সংসদ সদস্য, কয়েকজন কর্মকর্তা ও বাইরে থেকে আসা বেশ কয়েকজন অতিথি রয়েছেন। অতিথিদের সামনে তিনি স্মৃতিচারণ করছেন। এক পর্যায়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের ডেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সুইপার থেকে সচিব পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেন। এক পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার বিষয়ে খেলামেলা কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রতি আবদুল হামিদ জানান, রাষ্ট্রপতির হওয়ার আকাঙ্খা না থাকলেও তিনি এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করতে চান তিনি। এই পদে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় প্রধান ও দলকে ধন্যবাদ জানান আব্দুল হামিদ। তিনি বলেন, “জনগণ সাতবার ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে দলের কাছেও। তাদের দোয়ায় আমি রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।”এসময় রাজনীতি ও নির্বাচনে ফিরবেন না জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতি থেকে ফিরে এমপি হওয়ার রেকর্ড রয়েছে। এমনকি এমপি হয়ে মন্ত্রী হিসেবেও শপথ গ্রহণের রেকর্ড রয়েছে। আমি তেমনটি করতে চাই না।”
বাংলাদেশ সময়: ১২:২৯:৪৮ ৬১৫ বার পঠিত