মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০১৪

‘ভারতরত্ন’ পেলেন শচীন টেন্ডুলকার …………

Home Page » ক্রিকেট » ‘ভারতরত্ন’ পেলেন শচীন টেন্ডুলকার …………
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০১৪



sachin1.jpg

রসেদুল হাসান লিটন (বঙ্গ-নিউজ)ঃশচীন টেন্ডুলকারের হাতে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ তুলে দেয়া হয়েছে। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে এই সম্মাননা পেলেন তিনি।গত ১৬ নভেম্বরে মুম্বাইতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পর ভারতের এই ব্যাটিং কিংবদন্তিকে ভারতরত্ন দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। অবশ্য অনেক আগে থেকেই টেন্ডুলকারকে এ সম্মানে ভূষিত করার দাবি উঠেছিল।

মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বাসভবনে টেন্ডুলকারের হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে তার স্ত্রী অঞ্জলী ও কন্যা সারাও উপস্থিত ছিলেন।

সম্মানে ভূষিত হওয়ার পর টেন্ডুলকার বলেন, “আমি এ দেশে জন্ম নিতে পেরে গর্বিত। আমাকে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি ভারতের পক্ষে ব্যাট করে যাব।”

সবচেয়ে কম বয়সেও (৪০ বছর) এ পুরস্কার পেলেন টেস্ট-ওয়ানডে দুটোতেই সর্বোচ্চ রান ও শতকের মালিক টেন্ডুলকার। মনোনীত হওয়ার পরই এই অসাধারণ সম্মান মাকে উৎসর্গ করেছিলেন তিনি।

১৬ বছরের তরুণ বয়স থেকে গত ২৪ বছরে বিশ্ব জুড়ে ক্রিকেট খেলেছেন টেন্ডুলকার, ভারতকে এনে দিয়েছেন অজস্র সম্মান।

টেস্টে ৩২৯ ইনিংস ব্যাট করে ৫৩.৭৮ গড়ে ১৫ হাজার ৯২১ করেছেন টেন্ডুলকার; খেলেছেন ৫১টি শতক ও ৬৮টি অর্ধশতকের ইনিংস। একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার কৃতিত্বও তার অধিকারে।

ওয়ানডেতে রেকর্ড ৪৬৩টি ম্যাচ খেলে ৪৪.৮৩ গড়ে টেন্ডুলকারের রান ১৮ হাজার ৪২৬।

বাংলাদেশ সময়: ২০:১০:৫৫   ৪১৯ বার পঠিত