মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০১৪
কলকাতা বইমেলায় ফেলানী
Home Page » এক্সক্লুসিভ » কলকাতা বইমেলায় ফেলানীবঙ্গ-নিউজডটকম:এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের সীমান্তে হত্যা সংক্রান্ত বিষয়টি প্রাধান্য পেয়েছে।
৩৮তম এই আসরে লিটল ম্যাগাজিনে প্রচার করা হচ্ছে বাংলাদেশের ফেলানী হত্যার নির্মম উদাহরণ। এরকম ঘটনা যাতে দ্বিতীয় বার না ঘটে তার জন্য সেখানে চালানো হচ্ছে স্বাক্ষর সংগ্রহ অভিযান। ব্যানারে রয়েছে ফেলানী হত্যার ছবি ও তার কাহিনী।
একটি স্টলে লিটল ম্যাগাজিন ‘তবু বাংলার মুখ’ পত্রিকার সম্পাদক অসিত রায়ের প্রচেষ্টায় বইমেলায় প্রচার করা হচ্ছে ফেলানী হত্যাসহ ভারত-বাংলাদেশ সীমান্তে চলা বিসিএফ দ্বারা নির্মম হত্যাকাণ্ড।
অসিত রায় বলেন, ফেলানী হত্যার মতো একটি অমানবিক হত্যার ধারা যাতে বন্ধ করা হয় তার জন্য আমাদের কর্মীদের নিয়ে আমরা স্বাক্ষর সংগ্রহ করে কলকাতার বিসিএফের সদর দফতরে জমা দেব ও একটি ডেপুটেশন জমা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানাবো।
বাংলাদেশ সময়: ০:১০:০১ ৪২৮ বার পঠিত