শনিবার, ১ ফেব্রুয়ারী ২০১৪
নিজামী-বাবর-রেজ্জাকুল-রহিমকে কাশিমপুর নেয়া হচ্ছে
Home Page » জাতীয় » নিজামী-বাবর-রেজ্জাকুল-রহিমকে কাশিমপুর নেয়া হচ্ছেবঙ্গ-নিউজডটকম:দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বন্দী ১২ আসামির মধ্যে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আব্দুর রহিম ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গাজিপুরের কাশিমপুর কারাগারে নেয়া হচ্ছে।কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শনিবার সকাল ১০টায় তাদের নিয়ে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে কারা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কারাগারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ২দিন তারা কারাগারের ৩২ নম্বর ওয়ার্ড ফাঁসির কনডেম সেলে ছিলেন।
কারা সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর ফাঁসির কনডেম সেলে বর্তমানে রয়েছেন- এনএসআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ, সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম (প্রশাসন) একেএম এনামুল হক, চোরাচালানি হাফিজুর রহমান হাফিজ, অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দ্বীন মোহাম্মদ ও ট্রলার মালিক আব্দুস সোবহান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র চোরাচালান ও আটক মামলায় নিজামি,বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে ১২ জন কারাগারে আটক থাকলেও ২ জন আসামি এখনও পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:১৩:৪৩ ৪৫৪ বার পঠিত