শনিবার, ১ ফেব্রুয়ারী ২০১৪
দুর্গাপুরে শহীদ হাজং মাতা রাশিমণির স্মৃতিমেলা শুরু
Home Page » সংবাদ শিরোনাম » দুর্গাপুরে শহীদ হাজং মাতা রাশিমণির স্মৃতিমেলা শুরুতমালসাহাঃস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামে ব্রিটিশবিরোধী টঙ্ক আন্দোলনের প্রথম শহীদ মহিয়সী নারী হাজং মাতা রাশিমণির ৬৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয় শুক্রবার।
বহেড়াতলী স্মৃতিসৌধ প্রাঙ্গনে শুক্রবার সকাল ১০ টায় মেলার উদ্ভোধন করেন হাজং মাতা রাশিমণির সহযোদ্ধা কুমুদিনী হাজং। এর পর হাজং মাতা রাশিমণি কল্যান পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, হাজং মাতা মেমোরিয়াল ট্রাস্ট, বাংলাদেশ হাজং ত্রিমৌদ সংগঠন, সোমেশ্বরী মিডিয়া, সুজন, দুর্গাপুর সাহিত্য সমাজ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। বিকাল ৫টায় হাজং মাতা মোমোরিয়াল ট্রাস্ট এর আয়োজনে ট্রাস্টিবোর্ডের চেয়ারপারসন নারী নেত্রী খুশি কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বপন হাজং, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ, মুক্তিযোদ্ধা আঃ হক, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি এড. সিতাংশু বিকাশ আচার্য্য, পিটিআই অধ্যক্ষ বারেন্দ্র দ্রং, আদিবাসী নেতা মতিলাল হাজং, আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং, জলসিঁড়ি সম্পাদক দীপক সরকার।
আলোচনা সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিরিশিরি মেলোডি সাংস্কৃতিক শিল্পীগোষ্টি ও উত্তরা নাট্যগোষ্টি।
বাংলাদেশ সময়: ১৩:৪৭:৫২ ৫৯১ বার পঠিত