শুক্রবার, ৩১ জানুয়ারী ২০১৪

যোগাযোগমন্ত্রী :সংসদে বিএনপি নেই তাই এটি কারও কাছে ভাল লাগছে না

Home Page » জাতীয় » যোগাযোগমন্ত্রী :সংসদে বিএনপি নেই তাই এটি কারও কাছে ভাল লাগছে না
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০১৪



99cae45ea6238ae7f64233f7ca35f3bd.jpgবঙ্গ-নিউজ ডটকম:যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মতো একটি বড় দল জাতীয় সংসদে নেই, এটি কারও কাছে ভাল লাগছে না, এতে সরকারও স্বস্তি বোধ করছি না।শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে শেষ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকারি দলে না হোক বিরোধীদলে আসন নেয়ার মত অবস্থান ছিল দেশের জনগণের কাছে।

ওবায়দুল কাদের বলেন, সরকারকে বিএনপি বলছে অবৈধ অথচ উপজেলা নির্বাচনে অংশ নিতে আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। নির্বাচন কমিশনকে একদিকে মেরুণ্ডহীন বলছে আবার সেই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনেই অধিকাংশ সিটি করপোরেশন নির্বাচন জিতেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৭   ৪৮৫ বার পঠিত