শুক্রবার, ৩১ জানুয়ারী ২০১৪

পালানোর সময় গুলিতে ২ ডাকাতের মৃত্যু

Home Page » প্রথমপাতা » পালানোর সময় গুলিতে ২ ডাকাতের মৃত্যু
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০১৪



rangpur-district.gif(এস এম সোহান) বঙ্গ-নিউজ ডটকমঃ শুক্রবার ভোর ৫ টায় মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনার সময় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, একটি পিস্তল, গুলি, চাপাতি এবং লুট করা ১৯ হাজার টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে।

ওসি মোয়াজ্জেম বলেন, “ভোরে শঠিবাড়ী ফিলিং স্টেশন থেকে টাকা লুট করে ডাকাতদল একটি প্রাইভেট কারে করে পালাচ্ছিল।“ফিলিং স্টেশন থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ডাকাতদের প্রাইভেট কারটিকে ধাওয়া করে। বলদিপুকুর এলাকায় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়লে পুলিশ গুলি চালায়।

পরে ডাকাত রিপন মিয়া, আনোয়ার হোসেন ও আহমেদ আলীকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
“আটক করা হয় রনি মিয়া, আজাদ রহমান ও ফরহাদ হোসেন নামে তিন ডাকাতকে।”

মোয়াজ্জেম হোসেন বলেন, “গুলিবিদ্ধ তিন ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় রিপন মিয়া। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।”

পায়ে গুলি লাগা অপর ডাকাত আহমেদ আলী পুলিশ পাহারায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৪২   ৪৫৮ বার পঠিত