বুধবার, ২৯ জানুয়ারী ২০১৪
খালেদা জিয়ার মতবিনিময় ঢাবি শিক্ষকদের সঙ্গে
Home Page » জাতীয় » খালেদা জিয়ার মতবিনিময় ঢাবি শিক্ষকদের সঙ্গেবঙ্গ-নিউজ ডটকম:ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত পৌনে ৯টায় শুরু হওয়া এ মতবিনিময় সভা প্রায় দুই ঘন্টাব্যাপী চলে।ঢাবির সাদা দলের আহ্বায়ক ড. সদরুল আমিনের নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষক এতে অংশ নেন।
প্রতিনিধি দলে ছিলেন- অধ্যাপক ড. আ ফ ম ইউছুফ হায়দার, অধ্যাপক তাজমেরি এম এ ইসলাম, ড. সুকোল বড়ুয়া, ড. সিরাজুল ইসলাম, ড. আখতার হোসেন, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক জিন্নাতুন নিছা তাহমিনা, ড. মামুন আহমেদ, ড. এবিএম ওবায়দুল ইসলাম ও ড. দিল রওশন জিন্নাত আরা তাহমিনা প্রমুখ।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে সূত্র জানায়, সরকার বিরোধী আন্দোলনে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিক্ষকদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসন।
প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সময়ে জাতীয়তাবাদী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই ধারাবাহিতকায় পেশাজীবী ও আইনজীবীদের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় করলেন তিনি।
বাংলাদেশ সময়: ১০:৪৩:২৮ ৪৭৩ বার পঠিত