রবিবার, ২৬ জানুয়ারী ২০১৪
লা লিগায় আজ মুখোমুখি বার্সেলোনা ও মালাগা
Home Page » খেলা » লা লিগায় আজ মুখোমুখি বার্সেলোনা ও মালাগা(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: আজ লা লিগার একমাত্র ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে মালাগা। টেবিলের শীর্ষে ফিরতে জয় ছাড়া অন্য কোন উপায় নেই গেল দুই ম্যাচে ড্র করা কাতালানদের সামনে। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
ঘরের মাঠে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে টেবিলের ১৫ তম স্থানে থাকা মালাগার মুখোমুখি হবে তাতা মার্তিনোর শীষ্যরা। বাড়তি প্রেরনা হিসেবে থাকছে ২০০৩ সালের পর থেকে মালাগার বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটি। তবে, ইনজুরির তালিকায় নেইমারের পর নতুন সংযোজন ইনিয়েস্তা ও পুয়োল। তাই মালাগার বিপক্ষে গেল ৫ দেখায় ৯ গোল করা মেসিকেই নিতে হবে মূল দায়িত্ব। কারন টেবিলের শীর্ষ স্থানের জন্য বার্সার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেতিকো মাদ্রিদ।
অন্যদিকে, ১০ বছর আগে কাতালানদের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় থেকে প্রেরনা খুঁজছে গেল তিন ম্যাচে জয়ের দেখা না পাওয়া মালাগা।
বাংলাদেশ সময়: ১৬:০০:০৬ ৩৩৭ বার পঠিত