রবিবার, ২৬ জানুয়ারী ২০১৪

‘‘আমিন আমিন’’ ধ্বনির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ইজতেমার প্রথম পর্ব

Home Page » প্রথমপাতা » ‘‘আমিন আমিন’’ ধ্বনির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ইজতেমার প্রথম পর্ব
রবিবার, ২৬ জানুয়ারী ২০১৪



ijtema_tungi_w_m.jpg(খোকন)-বঙ্গ-নিউজ ডটকম: ‘হে আল্লাহ্, হে পরওয়ার দেগার বিশ্বের মুসলিম উম্মাকে শান্তি দাও, বাংলাদেশের সব মানুষকে শান্তি দাও, সমৃদ্ধি দাও’ এই আকুতি বুকে ধারণ করে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেন।
মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে অংশ নেন। মোনাজাত চলাকালে ‘আমিন আল্লাহুমা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান। মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহলৌকিক-পরলৌকিক মুক্তি ও দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক কামনা করে মোনাজাত করা হয়। রোববার ১২টা ৫৬ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১টা ১৬ মিনিটে। তাবলিগ জামায়াতের ভারতের দিল্লিস্থ মারকাজের শুরা সদস্য মাওলানা মো. জোবায়রুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করেন। ফজরের নামাজের পর বাংলাদেশের মাওলানা জামির উদ্দিন মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। এরপর সকাল সাড়ে ৯টা থেকে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত ভারতের মাওলানা সা’দ হেদায়তি বয়ান করেন। তবলিগ জামায়াতের বিশ্ব সম্মিলনের প্রথম পর্ব এ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি, চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বিশ্ব ইজতেমায় আসা দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লির জন্য জায়গার সংকুলান না হওয়ায় দুই পর্বে ভাগ করে অনুষ্ঠিত হয় ইজতেমা। যার প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। প্রতিবাবের মতো এবারও এসেছেন অগণিত ধর্মপ্রাণ মুসল্লি। ইবাদাত-বন্দেগি ও দাওয়াতি কাজের মাধ্যমে তিন দিন ব্যস্ত সময় পার করেছেন তাবলিগি ভাইয়েরা। আখেরি মোনাজাত শেষ করে দেশে-বিদেশে ইসলামের দাওয়াতে ছড়িয়ে পড়বেন তাবলিগ জামায়াতের কর্মীরা। অন্যদিকে বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইজতেমা এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট মুক্ত রাখতে প্রতিবারের মতো এবারও টঙ্গীর পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার মধ্যরাত থেকে ওই পথে কোনো যানবাহন চলতে দেওয়া হয়নি। ফলে মুসল্লিদের পায়ে হেঁটে ইজতেমাস্থল ত্যাগ করতে হচ্ছে।
ওদিকে রোববার সকাল ৯টার আগেই ইজতেমামাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু মানুষ মাঠের আশেপাশের রাস্তা ও অলি-গলিতে অবস্থান নেন।। কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুরনো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসেন অনেকে। সড়কের পার্শ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদ এবং রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা যানবাহন ও তুরাগ নদীতে নৌকার ওপরও অবস্থান নেন মুসল্লিরা।
আখেরি মোনাজাতের জন্য রোববার ইজতেমা মাঠের আশে-পাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ অফিস-আদালতেও ছুটি ঘোষণা করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও মোনাজাতে অংশ নিতে বাধা ছিল না কর্মকর্তা-কর্মচারীদের।

বাংলাদেশ সময়: ১৫:০২:০৯   ৪৬৮ বার পঠিত