রবিবার, ২৬ জানুয়ারী ২০১৪
৯৮ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬৯২
Home Page » জাতীয় » ৯৮ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬৯২বঙ্গ-নিউজডটকম:চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে ২৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারাদেশের ৯৮ উপজেলায় চেয়ারম্যান পদে ৬৯২, ভাইস-চেয়ারম্যান পদে ৬৬০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য নিশ্চিত করে।
তফসিল অনুযায়ী প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৬ ও ২৭ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি।
সারাদেশে ৪৮৭ উপজেলা থাকলেও মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ভোট গ্রহণ হবে ছয় ধাপে। প্রথম দফায় ১০২ উপজেলায় নির্বাচন করার ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে রংপুরের চার উপজেলায় সীমানা বিরোধের কারণে প্রথম দফায় এ নির্বাচন স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
যে চার উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলো হলো, রংপুর জেলার গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা ও সদর।
বাংলাদেশ সময়: ১২:৩৮:৪৮ ৪৯৭ বার পঠিত