রবিবার, ২৬ জানুয়ারী ২০১৪

ইজতেমা ময়দান মানুষের ঢল আখেরি মোনাজাতে অংশ নিতে

Home Page » আজকের সকল পত্রিকা » ইজতেমা ময়দান মানুষের ঢল আখেরি মোনাজাতে অংশ নিতে
রবিবার, ২৬ জানুয়ারী ২০১৪



56555_56532_6435_59.jpgবঙ্গ-নিউজডটকম:আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে অংশ নিতে দিনের আলো ফোটার আগেই তীব্র শীত উপেক্ষা করে ইজতেমা ময়দান পরিপূর্ণ হয়ে সংলগ্ন সড়ক মহাসড়কে ভীর জমিয়েছে জনতা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাংশ বন্ধ করে হাজার হাজার মুসল্লিকে ফজরের নামাজ আদায় করতে দেখা গেছে।শনিবার বিকাল থেকেই মুসল্লিদের ঢল নামে ময়দান অভিমুখে। দূর-দূরান্ত থেকে আগত অনেক মুসল্লি ময়দানে অথবা আত্মীয়ের বাসায় আবার বিভিন্ন মার্কেট, পার্শ্ববর্তী মসজিদের ছাদে ও খালি জায়গায় অবস্থান নিয়েছেন।

মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার আশঙ্কায় অন্ধকার থাকতেই তীব্র শীত উপেক্ষা করে মুসল্লিরা ময়দান অভিমুখে যাত্রা করেন। তারা ব্যক্তিগত পরিবহন, বাস, রিকশা, অটোরিকশাযোগে আবার কেউ কেউ হেঁটেই ময়দানে এসে পৌঁছেছেন।

রবিবার ভোর ৬টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়েছে পুলিশ।

এদিকে মুসল্লিরা ইবাদত-জিকির-আসকর ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইজতেমা ময়দানে নির্ঘূম রাত কাটিয়েছেন। বাদ ফজর পুনরায় বয়ান শুরু হয়েছে। জোহরেরর নামাজের আগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১:১৪:১২   ৪৫২ বার পঠিত