মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৩

ধর্ষণ প্রতিরোধে আন্ডারওয়ার উদ্ভাবন করেছে ভারতীয় মহিলা প্রকৌশলী

Home Page » এক্সক্লুসিভ » ধর্ষণ প্রতিরোধে আন্ডারওয়ার উদ্ভাবন করেছে ভারতীয় মহিলা প্রকৌশলী
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৩



u8767p1335dt20130403171211.jpgসম্প্রতি ভারতীয় প্রেস ট্রাস্ট জানিয়েছে, ভারতে বৃদ্ধি পাওয়ার ধর্ষণের ঘটনা সারা দেশের মানুষের মধ্যে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চেন্নাইয়ের তিনজন গাড়ি প্রকৌশলী সম্প্রতি GPS সজ্জিত আন্ডারওয়ার উদ্ভাবন করেছে। কোনো নারী ধর্ষকের দ্বারা আক্রান্ত হলে এ আন্ডাওয়ারের মাধ্যমে তার নিকট আত্মীয় বা পুলিশকে জানানো যাবে এবং একই সঙ্গে এই আন্ডাওয়ার ধর্ষণকারীদের শরীরে উচ্চ ভোল্টেজের শক্ট সঞ্চালন করতে পারে।তাদের মধ্যে মনীষা মহন নামক প্রকৌশলী বলেন, এ পণ্য (GPS), GSM এবং প্রেসার সেন্সর স্থাপিত আছে। প্রেসার সেন্সরের মাধ্যমে এক হাজারও বেশি ভোল্টেজ সঞ্চালন করতে পারে। এবং তা সর্বোচ্চ ৮২ বার এই ভোল্টেজ ছড়াতে পারে।

তিনি বলেন, এই যন্ত্র সঙ্গে থাকলে মহিলারা বাস ও পাবলিক জায়গায়গুলোতে আকস্মিক ঘটনা মোকাবিলা করতে পারেন।

মনীষা বর্তমানে চেন্নাইয়ের একটি বিশ্ববিদ্যলয়ের ছাত্রী। তিনি তার দু’জন কর্মী এ আন্ডাওয়ারটি উদ্ভাবন করেছে। বর্তমানে তারা এ আন্ডাওয়ার নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন এবং চলতি মাসেই তা বাণিজ্যিক ভাবে বাজারে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০:০৩:১১   ১৮১২ বার পঠিত