শনিবার, ২৫ জানুয়ারী ২০১৪
জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ
Home Page » জাতীয় » জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজরাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃদশম জাতীয় সংসদের প্রধান হুইপ হিসাবে নিয়োগ পেয়েছেন গত সংসদের হুইপ পটুয়াখালীর সাংসদ আ স ম ফিরোজ।
তার সঙ্গে হুইপ হিসাবে নিয়োগ পেয়েছেন শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, মৌলভীবাজারের মোহাম্মদ শাহাব উদ্দিন, চুয়াডাঙ্গার সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও নওগাঁর শহীদুজ্জামান সরকার।
সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার উপ পরিচালক নাজমুল হুদা জানান, রাষ্ট্রপতির অনুমোদনে শুক্রবার প্রধান হুইপ ও হুইপ নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়।
নবম সংসদে যারা হুইপ ছিলেন, তাদের মধ্যে একমাত্র ফিরোজই এই দায়িত্বে ফিরেছেন। বাকি হুইপরা সবাই গত সংসদে সাংসদ থাকলেও হুইপের দায়িত্বে এসেছেন এবারই প্রথম।
আ স ম ফিরোজ আ স ম ফিরোজ
মোট পাঁচবার পটুয়াখালী-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়া আ স ম ফিরোজ রাজনীতিতে আছেন কলেজ জীবন থেকেই। তিনি প্রথমবার সংসদে আসেন ১৯৭৯ সালে, জিয়াউর রহমানের বিএনপি সরকার তখন ক্ষমতায়।
১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হলেও পরে আওয়ামী লীগে যোগ দেন ফিরোজ। পঞ্চম, সপ্তম ও নবম সংসদেও তিনি সদস্য নির্বাচিত হন।
আ স ম ফিরোজ নবম সংসদে হুইপের দায়িত্বে থাকার পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিসহ দুটি কমিটিতে সদস্য ছিলেন।
১৯৫৩ সালের ১ ফেব্রুয়ারি জন্ম নেয়া ফিরোজ ইতিহাসে মাস্টার্স করেন বরিশাল বিএম কলেজ থেকে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করা এই রাজনীতিক দুই ছেলে ও এক মেয়ের বাবা।
বাংলাদেশ সময়: ০:০৫:৫২ ৪৬১ বার পঠিত