শুক্রবার, ২৪ জানুয়ারী ২০১৪

গাইবান্ধা যাচ্ছেন প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » গাইবান্ধা যাচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০১৪



pm1.jpg

রাসেদুল হাসান লিটন(বঙ্গ-নিউজ)ঃনির্বাচনের পর সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে শনিবার গাইবান্ধা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, তিনি হেলিকপ্টারে করে শনিবার বেলা ১২টা ২৫ মিনিটে গাইবান্ধা তুলসীঘাটে পৌঁছাবেন।

নির্বাচন ঘিরে ‘বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতায়’ হতাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দুপুর পৌনে ১টায় গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী; তাদের হাতে তুলে দেবেন অনুদানের চেক।পরে দুপুর আড়াইটায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার।  

জনসভার আগে স্টেডিয়ামেই প্রধানমন্ত্রী সাতটি প্রকল্পের উদ্বোধন এবং নতুন নয়টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন।

তিনি যেসব প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাইবান্ধা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার ছয়টি খাদ্য গুদাম, ইপিআই স্টোর এবং সাঘাটা উপজেলা হাসপাতাল, পলাশবাড়ী উপজেলা হাসপাতাল এবং সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পও রয়েছে।

এর বাইরে পলাশবাড়ী, সাঘাটা, ও ফুলছড়ি থানা ভবন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ, পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দপ্তরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর এক হাজার ৪৯০ মিটার পিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

 

ফাইল ছবি

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, “প্রধানমন্ত্রীর গাইবান্ধা আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এলাকার উন্নয়নে মানুষের দাবি দাওয়া থাকাই স্বাভাবিক। আমাদের সমাবেশে পাঁচ লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা রাখি।”

সফর শেষে শনিবার বিকালেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে সাতক্ষীরা ও যশোর সফর করে সেখানকার ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪২   ৩৬২ বার পঠিত