শুক্রবার, ২৪ জানুয়ারী ২০১৪

ঢাকা- ১৮ আসনের বিএনপির আন্দোলন এর পরিস্থিতি

Home Page » সারাদেশ » ঢাকা- ১৮ আসনের বিএনপির আন্দোলন এর পরিস্থিতি
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০১৪



230px-flag_of_bangladesh_nationalist_party.pngবঙ্গ-নিউজ ডটকম: ১৮ দলীয় ঐক্য জ়োটের ডাকে ঢাকা ১৮ আসনে জোটের অন্নান্য শরিকদের না দেখা গেলও বিএনপি ও জামায়াত কে অংশ নিতে দেখা যায় । তবে দলে কন্দোল থাকায় এই আন্দোলন তেমন সুফল বয়ে আনতে পারেনি বিএনপি। আন্দোলন এ দেখা যায় হাতে গনা কয়েকটি অংগসংগঠন ।এই অংগসংগঠন গুলো হচ্ছে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবকদল। দলের মনোনয়ন পেতে আগ্রই অনেকে আন্দোলনে ভুমিকা রাখার কথা বলে রাজপথে দেখা যাইনি। মনোনয়ণ প্রত্যাশিরা হলেন ঢাকা মহানগর উত্তর যুবদল এর সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, উত্তরা-পশ্চিম থানা বিএনপি সভাপতি কদুরত এলাহি লিটন, সাবেক প্রতিমন্ত্রি মেজর কামরুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিঠির সদস্য আজিজুল বারী হেলাল।
এদের মধ্যে মেজর কামরুল সংস্কারপন্থি হিসেবে আলোচনা উঠে এসেছে। এবং মাঠের তৃণমুল নেতা কর্মীদের সাথে তার কোন যোগাযোগ নেই বলে দাবি স্থানীয় নেতাদের। তাছাড়া বর্তমান আন্দোলনে তার কোন ভুমিকা দেখা যায়নি। অপর দিকে লিটন দীর্ঘ দিন ধরে রাজনীতির বাইরে ছিলেন। গত ৪ বছর তাকে দেখা না গেলেও ১ বছর ধরে নতুন কমিটির সভাপতি হবার পর তাকে সক্রীয় দেখা যায়। তবে তাকে মাঠে মিছিল-মিটিং অংশ নিতে না দেখা গেলেও তার প্রচার প্রচারণা ছিল। এক্ষেত্রে কুদরত লিটনও তৃণমুল নেতা কর্মীদের সাথে যোগাযোগ বিচ্চিন্ন প্রায়।
বিএনপি ও এর অংগসংগঠন গুলো এস এম জাহাঙ্গীর এর ব্যানারে আন্দোলনে অংশগ্রহন করতে দেখা যায়। তবে তাকে রাজপথে দেখা যায়নি। তাছাড়া বৃহত্তর উত্তরা অঞ্ছলে ব্যাপক গাড়িতে অগ্নিসংযোগ ও নিয়মিত ককটেল বিস্ফরণ হতে দেখা যায়। যার প্রতিটি মামলার প্রধান আসামী হিসেবে জাহাঙ্গীর এর নাম রয়েছে। এবং বেশ কয়েক বার তার বাসায় পুলিশ তল্লাশি চালায়। বর্তমানে তিনি আত্মগোপন কৌশল অবল্বন করছেন। অপর দিকে আজিজুল বারী হেলাল গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হওয়া সত্ত্বেও এবারের আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করা যায়নি।

বাংলাদেশ সময়: ২:০৫:৩১   ৩৭৯ বার পঠিত