মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪

মস্তকবিহীন লাশ উদ্ধার পুলিশ ব্যারাকের ছাদে, তদন্তে পুলিশ !

Home Page » প্রথমপাতা » মস্তকবিহীন লাশ উদ্ধার পুলিশ ব্যারাকের ছাদে, তদন্তে পুলিশ !
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪



20140137195837w-barack-murder.jpg(খোকন):বঙ্গ-নিউজডটকমঃ রাজধানীর পল্টন থানার পেছনে ট্রাফিক পুলিশ ব্যারাকের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি প্রথম নজরে আসে পাশের পুলিশ হাসপাতালের ৫ম তলার কর্মচারি এবং রোগীদের পুলিশের ধারণা, সোমবার রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডটি ঘটেছে পুলিশ ব্যারাকের মতো স্পর্শকাতর জায়গায় রোমহর্ষক হত্যাকাণ্ডের খবরে ছুটে আসেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ্যাবও তবে নিরাপত্তার কথা বলে ভবনের ছাদে গণমাধ্যম কর্মীদের যেতে দেয়া হয়নি জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে পাশের পুলিশ হাসপাতালের ৫ম তলা থেকে ব্যারাকের ছাদে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন হাসপাতালের কর্মচারীরা পরে ছাদে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয় ব্যারাকের পানি সরবরাহকারী জানান, পানির জন্য আসেন তিনি তারপর জানতে পারেন মাথাবিহীন লাশ পাওয়া গেছে তারপর গিয়ে দেখেন ঘটনা সত্য এদিকে, বিছিন্ন মাথার খোঁজে সিআইডি পুলিশ পল্টন থানা কম্পাউন্ড এবং ব্যারাকের আশপাশের এলাকায় তল্লাশি চালালেও তা পাওয়া যায়নি তবে পরিত্যক্ত অবস্থায় টাকাসহ একটি শার্ট উদ্ধার করেছেন তারা ঘটনা জানাজানি হওয়ার প্রায় ঘন্টা পর মৃতদেহটি ছাদ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ জানায়, মৃত ব্যক্তির পরণে একটি টি-শার্ট এবং ট্রাউজার ছিল বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামান বলেন, ‘গতকাল রাতে কোনো এক সময়ে হত্যাকাণ্ডটি ঘটেছে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি মস্তকবিহীন এবং হাতে, পেটে বুকে কয়েকটি ছুড়িকাঘাতের চিহ্ন আছে এই ছাদটি অত্যন্ত অব্যশ্যই নিরাপদ একটা জায়গা, কিন্তু ঘটনাটি ঘটেছে এবং আমরা তদন্ত করছি, দেখি এটার কি করা যায় জানা গেছে, পাঁচতলা ভবনে ট্রাফিক পুলিশ ছাড়াও পুলিশের গাড়ি চালক, ওয়ার্কশপের কর্মী এবং ডিবির সদস্যরা থাকেন ব্যারাকের বাসিন্দারা চাইলে তাদের আত্মীয়দের আনতে পারেন তবে অতিথিদের নাম নিবন্ধন করা হয় না

বাংলাদেশ সময়: ২২:২৯:০০   ৪১৫ বার পঠিত