মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪
দুই মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে থাইল্যান্ডে রাজধানীসহ বিভিন্ন রাজ্যে
Home Page » প্রথমপাতা » দুই মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে থাইল্যান্ডে রাজধানীসহ বিভিন্ন রাজ্যে(খোকন):বঙ্গ-নিউজডটকমঃ বিরোধী দলের আন্দোলনের মুখে থাইল্যান্ডে দুই মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। রাজধানী ব্যাংকক ও এর আশপাশের রাজ্যগুলোতে এ জরুরী অবস্থা বহাল থাকবে। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পরই এ ঘোষণা দেয়া ইনলাক সরকার। এ জরুরি অবস্থা জারির ফলে, সন্দেহজনক আচরণের কারণে অভিযোগ ছাড়াই যে কাউকে গ্রেফতার করতে পারবে পুলিশ। পাশাপাশি গণমাধ্যমেরও উপরও আরোপ করা হয়েছে নজরদারি। উপ-প্রধানমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ পদক্ষেপ নিয়েছে সরকার। সরকার বিরোধী আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ইংল্যাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে হঠাতে রাজধানীতে টানা সমাবেশ ও ঘেরাও কর্মসূচী শুরুর পরই জরুরি অবস্থা জারি করলো বর্তমান সরকার।
বাংলাদেশ সময়: ২২:২৩:৪৮ ৩৬৪ বার পঠিত