মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪
রায়পুরে এলজিইডি’র সোয়া ২ কোটি টাকার দরপত্র ছিনতাই, যুবলীগের ৩ নেতা বহিস্কার
Home Page » প্রথমপাতা » রায়পুরে এলজিইডি’র সোয়া ২ কোটি টাকার দরপত্র ছিনতাই, যুবলীগের ৩ নেতা বহিস্কার(খোকন):বঙ্গ-নিউজডটকমঃ লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি‘র সোয়া ২ কোটি টাকার দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগের রায়পুর উপজেলা ও পৌর কমিটি বাতিল করা হয়েছে এবং অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন যুবলীগের জেলা কমিটির নেতারা। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলজিইডি কর্মকর্তারা জানান, রায়পুর উপজেলার ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য আহ্বান করা দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো মঙ্গলবার। সকালে সুষ্ঠুভাবে বেশ কয়েকটি দরপত্র জমা পড়লেও বেলা ১১টার দিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন এবং পৌর যুবলীগের আহ্বায়ক শামছুল ইসলাম বাবুলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা করে। এ সময় তারা টেন্ডার বাক্স ভাংচুর করে জমা পড়া দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। পরে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি পুনরায় দরপত্র আহ্বানের ব্যবস্থা নিচ্ছেন তারা। এদিকে, এ ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে মন্তব্য করে, অভিযুক্তদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু। এক প্রত্যক্ষদর্শী জানান, যুবলীগের নামধারী রাসেল ও আরিফ এসে থানা ইঞ্জিনিয়ার কক্ষ থেকে টেন্ডার বাক্স নিয়ে যায়। সেখানে আমাদের ৭-৮ জনের টেন্ডার ছিল। লক্ষ্মীপুর এলজিইডির প্রকৌশলী আক্তার হোসেন বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় দরপত্র আহ্বানের ব্যবস্থা নেয়া হবে। লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, উপজেলা পরিষদের টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে রায়পুর উপজেলা যুবলীগের কমিটি ও রায়পুর পৌর যুবলীগের কমিটি বাতিল করা হলো। কেন্দ্রিয় যুবলীগের নির্দেশে রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল ও যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন এবং রায়পুর উপজেলা পৌর যুবলীগের আহ্বায়ক শামছুল ইসলাম বাবুলকে দল থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ সময়: ২২:২২:২৬ ৩৩৪ বার পঠিত