মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪
শ্রীলঙ্কা-বাংলাদেশ হোম সিরিজের টিকিট ২৫ জানুয়ারি থেকে পাওয়া যাবে
Home Page » ক্রিকেট » শ্রীলঙ্কা-বাংলাদেশ হোম সিরিজের টিকিট ২৫ জানুয়ারি থেকে পাওয়া যাবে(খোকন):বঙ্গ-নিউজডটকমঃ ২৫ জানুয়ারি থেকে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে পাওয়া যাবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের হোম সিরিজের টিকিট। মঙ্গলবার বিসিবি‘র মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সন্মেলনে টিকিট বিক্রির পাটর্নার করা হয়েছে ইউসিবি ব্যাংকে। অন্যদিকে, গতানুগতিক ভাবে এবারও সাধারণ দর্শকের টিকিটের চাহিদার ব্যাপারে আশ্বস্ত হবার কথাই শোনালো বিসিবি। ২৫ জানুয়ারি ঢাকার ৫টি ও চট্টগ্রামের ২টি শাখায় প্রথম টেস্টের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। আর টেস্ট ও ওয়ানডেতে আলাদা করে টিকিটের মূল্য রাখা হয়েছে। টেস্টে সর্বোচ্চ তিন হাজার আর সর্বনিম্ন ২০ টাকা আর ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ ৫ হাজার ও সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ৫০ টাকা। এবার, লাইনে দাড়ানোর পাশাপাশি ইউ-ক্যাশের মাধ্যমেও টিকিট কিনতে পারবেন দর্শকরা। সব কিছু ঠিক থাকলে ২৪ জানুয়ারি ঢাকা আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আর ২৭ জানুয়ারি মিরপুরে প্রথম টেষ্ট খেলতে নামবে বাংলার টাইগাররা।
বাংলাদেশ সময়: ২২:১৪:২৪ ৪৫৩ বার পঠিত