মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪
কলমাকান্দার বিশ্বনাথপুরে দুর্যোগ সচেতনতামুলক মহরা।
Home Page » সংবাদ শিরোনাম » কলমাকান্দার বিশ্বনাথপুরে দুর্যোগ সচেতনতামুলক মহরা।তমালঃস্টাফরিপোর্টার,সুসঙ্গদুর্গাপুর(নেত্রকোনা)নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্বনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারী উন্নয়ন সংস্থা নাজিরপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত দূর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি এক জনসচেতনতা মুলক মহরা অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
নাজিরপুর এডিপি ম্যানেজার বেঞ্জামিন মারাক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন, ডিভিসনাল কো-অডিনেটর আব্দুল বারেক, কমিনিকেশন এন্ড পাবলিক রিলেশন স্পেসালিষ্ট মোঃ খালিদউজ্জামান, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ম্যানাজার কৃষিবিদ বশির আহমেদ, খারনৈ ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা প্রতিনিধি মনোয়ারা বেগম, সাংবাদিক মোঃ জাফর ও ফকরুল আলম খসরু, স্কুল প্রধান শিক্ষক উপমা সাংমা, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল জলিল প্রমূখ। গ্রামবাসী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিশু ফোরামে সদস্যদের অংশগ্রনে দুর্যোগ মহরা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাষ্টমার সার্ভিস অফিসার নেলসন নকরেক।
বাংলাদেশ সময়: ২১:২৭:১০ ৩৮১ বার পঠিত