মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪
খালেদাকে মাফ চাইতে বললেন ইনু
Home Page » জাতীয় » খালেদাকে মাফ চাইতে বললেন ইনুবঙ্গ-নিউজ ডটবম (আমিনুল): সাতক্ষীরায় অভিযান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য দেশ, জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর জন্য ‘অপমানজনক’ মন্তব্য করে এজন্য বিএনপি চেয়ারপারসনকে ক্ষমা চাইতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আগের দিন সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া খালেদা জিয়ার বক্তব্যে কয়েকটি উক্তি ‘হতাশজনক, দুঃখজনক ও দেশের জন্য অমঙ্গলজনক।’
তিনি বলেন, সাতক্ষীরায় যৌথ অভিযান, হেফাজতের সমাবেশ, সরকার, সংসদ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে খালেদা জিয়া মন্তব্য করেছেন।
“সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে তিনি (খালেদা জিয়া) যা বলেছেন তা দেশের মানুষ, দেশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর জন্য অপমানজনক।”
তথ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া তার বক্তব্যে ইনকিলাবের বানোয়াট ‘কাহিনীর’ প্রতিফলন ঘটিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন উক্তি দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়।”
তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাস দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট দক্ষতা ও যোগ্যতা রাখে। এদের নিয়ে মন্তব্য করার সময় যত্নবান হওয়া উচিত।
“খালেদা জিয়াকে মিথ্যাচার বন্ধ, বানোয়াট ও উদ্ভট বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে মাফ চাইতে হবে।”
সাতক্ষীরায় যৌথ অভিযানে ভারতীয় বাহিনী জড়িত বলে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয় একাত্তরের যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত প্রয়াত আব্দুল মান্নানের প্রতিষ্ঠিত সংবাদপত্র ইনকিলাবে।
এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় ইনকিলাবের তিন সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ। পত্রিকাটির প্রকাশও বন্ধ হয়ে যায়।
এ প্রসঙ্গে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি প্রধান খালেদা জিয়া বলেন, “সাতক্ষীরায় অভিযানে আদৌ যৌথবাহিনী ছিল কি না, তা সঠিক করে কেউ বলতে পারে না, মানুষের মনে অনেক সন্দেহ।”
গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর থেকে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামের তাণ্ডব চলছে সাতক্ষীরায়, যাতে নিহত হন আওয়ামী লীগের প্রায় ২০ জন নেতা-কর্মী।
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আসামি গ্রেপ্তারে গত ১৫ ডিসেম্বর রাত থেকে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথঅভিযান শুরু হয়, যাতে সংঘর্ষে জামায়াতের কয়েকজন নিহত হন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে জাসদ সভাপতি ইনু বলেন, “মিথ্যা বলা তার ফ্যাশনে পরিণত হয়েছে। তিনি উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে চান। হিন্দুদের ওপর হামলার দায়দায়িত্ব তাকেই নিতে হবে।”
বর্তমান নির্বাচিত সরকারকে ‘অবৈধ’ সরকার বলার মধ্য দিয়ে খালেদা জিয়া ‘ষড়যন্ত্রের জাল বিস্তার’ করেছেন দাবি করে ইনু বলেন, হামলা বন্ধ, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ এবং সন্ত্রাসীদের রাজবন্দি অ্যাখ্যা দিয়ে তাদের অপরাধ আড়ালের চেষ্টা বন্ধ না করলে সংলাপ হবে না।
মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৭:১১ ৩৬৯ বার পঠিত