সোমবার, ২০ জানুয়ারী ২০১৪

আসছে জ্যাকি শ্রফের ‘হিরো’ ছবির রিমেক ‘হিরোপন্তি’

Home Page » বিনোদন » আসছে জ্যাকি শ্রফের ‘হিরো’ ছবির রিমেক ‘হিরোপন্তি’
সোমবার, ২০ জানুয়ারী ২০১৪



binodon_str_3.jpg(খোকন) বঙ্গ-নিউজডটকমঃ স্বয়ং বাঘমামার আবির্ভাব হতে চলেছে এবার মুম্বইয়ের টিনসেল টাউনে এখন ধুন্ধুমার চলছে তার প্র্যাকটিস ভাবছেন কে এই টাইগার? আর মেন্টর- বা কে? টাইগার হলেন জ্যাকি শ্রফের তনয়, টাইগার শ্রফ! আর মেন্টর, স্বয়ং সাজিদ নাদিওয়ালা টাইগারের অভিনয় থেকে শরীর চর্চা, ডায়লগ থ্রো থেকেকাতিলচাহনিসব কিছুরই দায়-দায়িত্ব এখন সাজিদ সাহাবের হাতে দিন-রাত এক করে ছবির মহড়া একেবারে তুঙ্গে!

এখনই বলিউডের বাতাসে উড়ছে টাইগারকে নিয়ে নানান গুঞ্জন। টাইগারের নিখুঁত ফিগার, ছবির মতোই আঁকা মুখের ডোল, নিষ্পাপ বডি ল্যাঙ্গুয়েজ, হৃদয়ে ঝড় তোলা চাহনি, সবটা মিলিয়েই যে হিরো ইমেজ, সে ইমেজ কয়েক মাসের মধ্যেই বলিউডে ঝড় তুলবে, সে বলার অপেক্ষা রাখে না

রুপোলি পর্দায় আরও একবার এক নতুন মুখকে নিয়ে মিডিয়ারও কম উৎসাহ নেই! তো ডেবিউট্যান্ট অভিনেতার ক্যারিশমা। বলিউডের নতুন বাঘমামা তাই আকা টাইগার শ্রফ। প্রখ্যাত অভিনেতা জ্যাকির তনয় টাইগার ডেবিউ ছবিহিরোপন্তিদিয়েই বলিউডে হালখাতা খুলবেন। এই ছবির জন্য বেশ অনেকদিন ধরেই ট্রেনিং নিচ্ছেন টাইগার, সাজিদের কাছে। হ্যাঁ, প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাই এই মুহূর্তে টাইগারের মেন্টর কাম গাইড। শোনা যাচ্ছে, বছর পনেরো আগে নাকি, একটি ফুটবল মাঠে সাজিদ প্রথম দেখেন টাইগারকে, আর সেই সময়ই বাবা জ্যাকি অনুরোধ করেন টাইগারকে যেন সাজিদ ফুটবলে ট্রেনিং দেন। মাঝখানে লম্বা পনেরোটি বছর পার হয়ে যায়। টানটান চেহারা, মাস্কুলার শরীরী গঠন, মোমের মতোই নিখুঁত নিষ্পাপ মুখের টাইগারকে নিয়ে সাজিদ ছবি করারও পরিকল্পনা করে ফেলেন

নাদিয়াওয়ালার প্রযোজনায় সাবির খানের পরিচালনায়হিরোপন্তিছবিতে টাইগারের বিপরীতে থাকছেন কৃতি সানোন। ইন্ডাস্ট্রি বলছে, এই ছবিটি নাকি বাবা জ্যাকি শ্রফেরহিরোছবিরই রিমেক। অ্যাকশন, নাচ ফাটাফাটি ডায়লগে ভরপুরহিরোপন্তিহিরোর মতো সফল হবে, এমনটাই আশা করছে সকলে। যদিও বাবা জ্যাকি নিজের অভিনয়ে ঠিক সেই পরিমাণ নাম কোনওদিনই করতে পারেননি। এদিকে পরিচালক সাবিরের আগের ছবিকমবখ্ত ইশক’- বক্স অফিসে সেরকম হিট করতে পারেনি। রিমেক- হোক, আর কমবখত ইশকের ফোবিয়াবলিউডে বহু হিসেবই মেলে না! এখন দেখারহিরোপন্তিহিট করে কিনা টাইগারের হাত ধরে!

 

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৮   ৪৭৬ বার পঠিত