সোমবার, ২০ জানুয়ারী ২০১৪
৭ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৩ জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা
Home Page » প্রথমপাতা » ৭ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৩ জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা(খোকন) বঙ্গ-নিউজডটকমঃ জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৩ এ নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে বুধবার ‘গ্লোবাল ইকোনমিক প্রোসপেক্টস’ শীর্ষক প্রতিবেদনে ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশের বেশি হবে না বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। কিন্তু অর্থমন্ত্রী বলছেন, প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশের কম হবে না। যেখানে সরকার এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৭ দশমিক ২ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনকে ঘিরে অস্থিতিশীলতার কারণে প্রবৃদ্ধি কমবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিলেও অর্থমন্ত্রীর দাবি, বিশ্বব্যাংক, আইএমএফ সব সময় রক্ষণশীল পূর্বাভাস দেয়। অস্থিরতা থাকলেও প্রবৃদ্ধি অতোটা কমবে না বলে তার দাবি। গত দুই বছরে বাংলাদেশের পুঁজিবাজার স্থিতিশীল ছিল দাবি করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে পুঁজিবাজার অনেক শক্তিশালী আছে। বাংলাদেশে এমন ভালো অবস্থা আর কখনো ছিল না। পল্লী সঞ্চয় ব্যাংক করার প্রতিশ্রুতি দিয়ে মুহিত বলেন, ব্যাংকিং সেক্টর গত ৫ বছরে ভালো ছিল। অনেক ব্যাংকের কার্যক্রম গ্রাম পর্যায়ে চলে গেছে। এসময় ব্যাংকে নানাভাবে অর্থ চুরি হয় উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকে চুরি হয়। পর্ষদ জানে না। এ বিষয়ে তাদের সাবধান হতে হবে। দুর্নীতি প্রতিরোধ শাস্তি দিয়ে হয় না। এটা কমাতে হলে সিস্টেম দাঁড় করাতে হবে।
বাংলাদেশ সময়: ২২:০২:৩২ ৩৪৯ বার পঠিত