রবিবার, ১৯ জানুয়ারী ২০১৪

দুর্গাপুরে নারী ও শিশু অধিকার বিষয়ক সেমিনার

Home Page » সারাদেশ » দুর্গাপুরে নারী ও শিশু অধিকার বিষয়ক সেমিনার
রবিবার, ১৯ জানুয়ারী ২০১৪



woman-durgapur.jpgতমালঃস্টাফ রিপোর্টার,সুসঙ্গ দুর্গাপুর(নেত্রকোনা),জেলার দুর্গাপুরে রবিবার জেলা পরিষদ অডিটরিয়ামে নারী ও শিশু অধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর এডিপি এর আয়োজনে দিনব্যাপি সেমিনার এ রিসোর্স পারসন হিসাবে আলোচনা করেন দৈনিক জনকন্ঠের সাংবাদিক নিতাই সাহা, বিরিশিরি ওয়াই ডব্লিও সি এর সাবেক সাধারণ নস্পাদিকা আদিবাসী নেত্রী প্রতিমা দারিং, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র এডিপি এম ডেভিট অনুপ সাংমা,প্রজেক্ট ম্যানেজার প্রিন্স দাস, প্রজেক্ট অফিসার নীরেশ সাংমা ও ফ্যাসিলিটেটর দিবাকর দেবনাথ। এ সেমিনারে স্থানীয় মহিলা উন্নয়ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৩:৪১   ৩৮৭ বার পঠিত