শনিবার, ১৮ জানুয়ারী ২০১৪
যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু হামলা বন্ধের আহ্বান
Home Page » জাতীয় » যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু হামলা বন্ধের আহ্বানতমালঃবঙ্গ-নিউজডটকমঃবাংলাদেশে নির্বাচন পরবর্তী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তা বন্ধে রাজনৈতিক নেতৃত্বকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।
বাংলাদেশে ভোটের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ওয়াশিংটন কোনো অবস্থান প্রকাশ করেছে কি না- জানতে চাইলে জেন সাকি বলেন, “এসব ঘটনায় আমরা বেশ হতাশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
এই ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতা প্রত্যাশী, সহিংসতা ঠেকাতে দুই পক্ষেরই সম্ভাব্য সব কিছু করতে হবে। বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণ প্রতিরোধে তাদের কাজ করতে হবে।”
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পর যশোর, দিনাজপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়।
আক্রান্তদের অভিযোগ, ভোট দেওয়ায় কারণে তাদের ওপর এই হামলা হয়েছে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগ, এ হামলা নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াত জোট চালিয়েছে।
অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এ হামলার জন্য সরকারি দলকেই দায়ী করছেন।
বাংলাদেশ সময়: ২৩:১২:৩৪ ৪০৪ বার পঠিত