শুক্রবার, ১৭ জানুয়ারী ২০১৪
শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সুচিত্রা সেনের
Home Page » প্রথমপাতা » শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সুচিত্রা সেনেরখোকন:বঙ্গ-নিউজডটকমঃ চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন। বাংলাদেশ সময় শুক্রবার সকাল আটটা ৫৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে মারা যান সুচিত্রা সেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কোটি দর্শকের হৃদয় জয়করা মিষ্টি হাসির এই কিংবদন্তী অভিনেত্রীকে হারিয়ে উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ২৬ দিন অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হল তাকে। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা ২৫ মিনিটে ৮৩ বছর বয়সে কলকাতার বেলভিউ হাসপাতালে মারা যান মহানায়িকা সুচিত্রা। তার জীবনাবসানের মধ্য দিয়ে ইতি ঘটল বাংলা চলচ্চিত্রের স্বর্ণময় এক অধ্যায়ের। রেখে গেলেন কন্যা মুনমুন সেন, নাতনি রিয়া ও রায়মা সেনকে। তার মৃত্যুতে উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। খবর শোনার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে ভীড় করতে শুরু করেন তার অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত। কেউ কেউ দুই দশকেরও বেশি সময় ধরে স্বেচ্ছা অন্তরালে থাকা রূপালি পর্দার রাণীকে শেষবারের মতো দেখতে পাবার আশায় অনেক দূর দূর থেকে সেখানে জড়ো হন। মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুচিত্রার মৃত্যুতে ‘একটি বড় মহীরূহের পতন হলো উল্লেখ করে‘ যতটা সম্ভব শান্তিতে তার শেষকৃত্য সম্পন্ন করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী। সদ্য প্রয়াত বরণীয় চলচ্চিত্র অভিনেত্রীকে কলকাতার সি আর দাশ গ্রাউন্ডে গান স্যালুট এর মাধ্যমে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কলকাতা সময় বেলা সাড়ে বারোটার দিকে সুচিত্রার মরদেহ তার বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আধা ঘণ্টা রাখার পর শুরু হয় মহানায়িকার শেষ যাত্রা। বালিগঞ্জের বাড়ি থেকে রওনা হয়ে আমির আলি- গোলপার্ক- সাউদার্ন অ্যাভিনিউ-রাসবিহার হয়ে মরদেহ পৌঁছাবে কেওড়াতলা মহা শ্মাশানে। সেখানেই কাঠের চুল্লিতে চন্দন কাঠে দাহ করা হবে তাকে। দুপুর ২টা থেকে রবীন্দ্র সদনে সর্ব সাধারণের শ্রদ্ধানিবেদনের জন্য তার ছবি রাখার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:০৩ ৪৫২ বার পঠিত